বর্তমান বিশ্বের অন্যতম এক সমস্যার নাম খাদ্য অপচয়। নেওয়ার সময় দু’হাতে যা আসে নিয়ে নিই কিন্তু পেট ভরে গেলেই বাকি খাবার ফেলে দিই। এই খাদ্য অপচয়কে নিয়েই নবীন চলচ্চিত্রকার শফিকুর রহমান নির্মাণ করেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভুখ’। চলচ্চিত্রটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তিনি। তার পাশাপাশি অভিনয় করেছেন রায়হান সানিম, মোহাম্মদ আসিফ, হাসান রমিজ, তন্ময় সহ আরো অনেকে। ৬ মিনিট দৈর্ঘ্যের শর্টফিল্মটির চিত্রগ্রহণে ছিলেন কায়েস মাহমুদ এবং হাসান রমিজ।
